কিউবার নারীকে চিঠির জবাব দিলেন ওবামা


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১৯ মার্চ ২০১৬

কিউবার এক নারী তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে। তবে সখের বশে ওই চিঠি লিখলেও তার জবাব পাওয়ার আশা করেননি ওই নারী। করবেনই বা কিভাবে? যাকে তিনি চিঠি দিয়েছেন তিনি তো আর দশটা সাধারণ মানুষের মত না। তিনি তো একটা দেশের প্রেসিডেন্ট। তবে ওই নারীকে অবাক করে দিয়ে চিঠির জবাব দিয়েছেন ওবামা। খবর বিবিসির।

দু`দেশের মধ্যে সরাসরি চিঠির যোগাযোগ স্থাপিত হওয়ার পর ওবামার পাঠানো এই চিঠি হাতে পেয়েছেন ইলিয়ানা ইয়ারযা নামের ৭৬ বছর বয়সী ওই নারী।
 
ওই নারী হাভানায় বাস করেন।  তার বাড়িতে বসে ওবামাকে এক কাপ কফি খাওয়ার আমন্ত্রণ জানান তিনি। তার এ আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন ওবামা। ওবামার লেখা চিঠিটি ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কিউবায় পাঠানো চিঠিগুলোর একটি।
 
ওবামাকে আমন্ত্রণ জানিয়ে লেখা ওই চিঠির মধ্যদিয়ে দু`দেশের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বলে চিঠিতে উল্লেখ করেছেন ওবামা।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।