বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে ভেঙে পড়লো মঞ্চ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৮ আগস্ট ২০২৩

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের রোড শো চলাকালীন বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে ভেঙে পড়লো রাস্তার পাশের একটি মঞ্চ। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। সোমবার (৭ আগস্ট) ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমাচে।

সামনেই বিধানসভা নির্বাচন। তাই বিভিন্ন জেলায় প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শিবরাজ। সোমবার মানসা শহরে মুখ্যমন্ত্রীর একটি রোড শোয়ের আয়োজন করা হয়েছিল দলের পক্ষ থেকে। সেই উপলক্ষে তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার পাশে বেশ কয়েকটি মঞ্চ বানানো হয়। সেই মঞ্চ থেকে তাকে ফুল ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছিলেন কর্মী ও সমর্থকরা। 

এসময় গাড়িতে বসে ছিলেন শিবরাজ। রাস্তার পাশের একটি মঞ্চের কাছে তার গাড়ি আসতেই স্বাগত জানাতে হুড়োহুড়ি পড়ে যায়। মঞ্চের ওপর একসঙ্গে উঠে পড়েন ৪০-৫০ জন। হুড়োহুড়ি করার ফলে সেই ভার নিতে না পেরে ভেঙে পড়ে মঞ্চ।

এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হুডখোলা একটি গাড়ির ওপর বসে আছেন মুখ্যমন্ত্রী শিবরাজ। তাকে ঘিরে রয়েছেন কয়েকশো কর্মী ও সমর্থক। উৎসাহী মানুষের ভিড় সামলাতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল।

রাস্তার পাশে তৈরি একটি মঞ্চের দিকে নজর যেতেই শিবরাজ তাদের উদ্দেশ্য করে হাত নাড়ান। তখনই তাকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েন মঞ্চে উপস্থিত লোকজন। যত জন মঞ্চে থাকার কথা ছিল, তার চেয়ে বেশি লোকজন হঠাৎ উঠে পড়েন। আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চটি। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।