যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছে : ট্রাম্প


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৯ মার্চ ২০১৬

দুবাই ও চীনের অবকাঠামো তুলনায় যুক্তরাষ্ট্র এখন তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের এ অবস্থার পরিবর্তন আনবেন বলে অঙ্গীকার করেছেন।

উতাহ প্রদেশের সল লেইক সিটিতে নির্বাচনী এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ৬৯ বছর বয়সী ট্রাম্প বলেন, ’আমরা তৃতীয় বিশ্বের একটি দেশে পরিণত হয়েছি, ভাবুন!

তিনি বলেন, আপনি যদি দুবাই, চীনের মতো দেশে যান, আপনি রাস্তার দিকে তাকান, রেল-পথের দিকেও, তাদের ঘণ্টায় ১০০ কিলোমিটার গতির বুলেট ট্রেন আছে। আর আপনি যদি নিউ ইয়র্কে যান, তাহলে দেখবেন, তা ১০০ বছর আগের মতোই আছে।

ট্রাম্প আরো বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে, আমরা স্মার্ট হওয়ার জন্য এটি শুরু করতে যাই, কারণ আমাদের দেশ দরিদ্র। আমরা আমেরিকানদেরকে আবার বিশিষ্ট করতে যাচ্ছি। এরা এখন বিশিষ্ট নয়। এর জন্য আমাদের শিক্ষা দরকার।

সমর্থকদের কাছে অঙ্গীকার করে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত এই মার্কিন রাজনীতিক বলেন, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে এসব বিষয়ে দ্রুত পরিবর্তন আনার কাজ শুরু করবেন।

আগামী ২২ মার্চ সামোয়া, উতাহ ও অ্যারিজোনা প্রদেশে প্রাইমারি অনুষ্ঠিত হবে। এই তিন প্রদেশে শতাধিক ডেলিগেট আছে। চলতি বছরের ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ১২৩৭ ডেলিগেট প্রয়োজন, বর্তমানে ৬৭৮ ডেলিগেট পেয়ে রিপাবলিকান দলের অন্যান্য প্রার্থী সিনেটর টেড ক্রুজ (৪২৩), ওহিওর গভর্নর জন ক্যাসিচ (১৪৩) এর চেয়ে এগিয়ে রয়েছেন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।