সোমালিয়ায় আল-শাবাবের ২১ জঙ্গি হত্যা


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২০ মার্চ ২০১৬

অতর্কিত হামলায় দুই সৈন্য নিহত হওয়ার পর কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের ২১ সদস্যকে হত্যা করেছে। শনিবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

কেনিয়া সেনাবাহিনীর মুখপাত্র ডেভিড ওবোনিও বলেন, সোমালিয়ার দক্ষিণাঞ্চলের আফমাদো শহরে একটি বিস্ফোরক ডিভাইস সেনাবাহিনীর গাড়িবহরে আঘাত হানে। এ ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এক বিবৃতিতে কেনিয়া সেনাবাহিনী জানায়, ওই ঘটনার পর ২১ আল-শাবাব জঙ্গিকে হত্যা করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১৯টি একে-৪৭ রাইফেল, রকেটচালিত তিনটি গ্রেনেড ও পিস্তল উদ্ধার করা হয়। দুঃখের বিষয়, এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই দশকেরও বেশি সময় ধরে অাফ্রিকার দেশ সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে দেশটির সরকার। ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন ও সোমালিয়া সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মোগাদিসু থেকে বিতাড়িত হয় এই জঙ্গিগোষ্ঠী। তখন থেকেই দেশটির বৃহৎ একটি অংশ নিয়ন্ত্রণ করে আসছে আল-শাবাব। এই জঙ্গিগোষ্ঠী পশ্চিমাবিশ্ব সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরাতেই দীর্ঘদিন ধরে লড়াই করছে।

এদিকে, আল-শাবাব শনিবারের হামলায় শতাধিক সরকারি সেনা হত্যার দাবি করেছে।

এসঅাইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।