ভারত জেতায় নগ্ন হতে পারলেন না কান্দিল (ভিডিও)
ভারতের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হতে পারলো না পাকিস্তান। বিশ্বকাপে এখন পর্যন্ত জিততে না পারা শহিদ আফ্রিদির দল আবারো হারলো ভারতের কাছে। অন্য সবার থেকে হয়তো একটু বেশিই কষ্ট পেয়েছেন পাকিস্তানের মডেল কান্দিল বালোচ। পাকিস্তান জিতলে নগ্ন হয়ে নাচার ঘোষণা দিয়েছিলেন তিনি; কিন্তু তার ইচ্ছা পূরণ হতে দিলেন না আফ্রিদিরা।
পাকিস্তানের হারে কান্দিলও ভেঙ্গে পড়েছেন কান্নায়। নিজের টুইটার পেজে কান্দিল লিখেছেন, ‘আবারও একটা খারাপ মুহূর্ত।’ শুধু খারাপ মুহূর্ত বলেই ক্ষান্ত হননি তিনি। সাথে সাথে ইউটিউবে একটি ভিডিও’ও আপলোড করেন কান্দিল বালোচ। যেখানে তাকে কাঁদতে দেখা গিয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘আফ্রিদি তোমাকে কখনও আমি ক্ষমা করব না। আমি তোমাকে ঘেন্না করি। পাকিস্তানে ফিরে এসো না। পাক জনতা তোমাদের ক্ষমা করবে না।’
অথচ দিন কয়েক আগেই এই কান্দিল আফ্রিদিকে ‘মেরি জান আফ্রিদি’ বলে অভিহিত করে একটি ভিডিও আপলোড করেছিল। সেখানে কান্দিল বলেছিলেন, ‘মেরি জান আফ্রিদি। আমি তোমার জন্য সব কিছু করব। শুধু তুমি এবার ইন্ডিয়াকে হারিয়ে দাও। আমি তোমার জন্য স্ট্রিপ ডান্স করব।’
আরআর/আইএইচএস/পিআর