সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ আগস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ৩১ আগস্ট ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভারতের চাল রপ্তানি নিষেধাজ্ঞায় সিঙ্গাপুরকে ছাড়, বাংলাদেশ কি পাবে?
সেদ্ধ চাল রপ্তানিতে গত মাসে হঠাৎ করে যে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত, তা থেকে সিঙ্গাপুরকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এরপর থেকে জল্পনা শুরু হয়েছে, একই সুবিধা কি বাংলাদেশও পেতে পারে?

রাশিয়া থেকে এ বছর রেকর্ড গ্যাস আমদানির পথে ইউরোপ
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে ইউরোপ জোর দিয়ে বলেছিল, তারা ২০২৭ সালের মধ্যেই রুশ জ্বালানি কেনা পুরোপুরি বন্ধ করে দেবে। কিন্তু তাদের এই পরিকল্পনায় যে বড় ধরনের ত্রুটি রয়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে। কারণ, মুখে নিন্দা জানালেও ২৭ দেশের এই জোট নিজেরাই এ বছর রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে চলেছে।

এক্সে অডিও-ভিডিও কলের সুবিধা নিয়ে আসছেন ইলন মাস্ক
এবার এক্সে (সাবেক টুইটার) অডিও-ভিডিও কলের সুবিধা নিয়ে আসার ঘোষণা দিলেন ইলন মাস্ক। এর মাধ্যমে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটকে ‘এভ্রিথিং অ্যাপ’ বানানোর পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি। তবে এ সুবিধা কি সবার জন্য, নাকি শুধু ভেরিফায়েড সাবস্ক্রাইবারদের জন্য তা জানাননি ইলন।

পুতিনের পর জি-২০ সম্মেলনে যাচ্ছেন না চীনা প্রেসিডেন্টও
ভারতের রাজধানী নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি আগে থেকেই জানিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এ সম্মেলন এড়িয়ে যেতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তার জায়গায় সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬৪
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বহু।

যুক্তরাজ্যে অতি অল্প সময়ে ক্যানসার চিকিৎসায় নতুন ইনজেকশন উদ্ভাবন
ক্যান্সার চিকিৎসার দীর্ঘমেয়াদি সময় কমিয়ে আনতে নতুন এক ইনজেকশন উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। মাত্র ৭ মিনিটেই রোগীর দেহে এই ইনজেকশন প্রয়োগ করা যাবে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস) জানিয়েছে, এর ফলে ক্যান্সারের চিকিত্সার সময় তিন চতুর্থাংশ পর্যন্ত কমে আসবে।

ভারতে বৈঠকে বসছে বিরোধী জোট, প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে অস্বস্তি
ভারতে ফের বৈঠকে বসছে বিরোধী জোট। বৃহস্পতিবার (৩১ আগস্ট) মুম্বাইতে এই বৈঠক শুরু হবে। এর আগে এই জোটের নাম রাখা হয় ইন্ডিয়া। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জোট নেতারা ঘরোয়া আলোচনার পর নৈশভোজে অংশ নেবেন। এর আয়োজনে রয়েছেন এনসিপি নেতা শারদ পাওয়ার। শুক্রবার সকাল ১১টা থেকে সান্তাক্রুজে গ্র্যান্ড হায়াত হোটেলে মূল বৈঠক হওয়ার কথা।

অতিথিদের চলাচলের রাস্তায় কেন হনুমানের কাটআউট লাগাচ্ছে দিল্লি?
আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হচ্ছে গ্রুপ অব টোয়েন্টি (জি-২০) জোটের শীর্ষ সম্মেলন। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সৌদি আরব, ফ্রান্স, জার্মানির মতো সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ফলে আয়োজন জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কোনো কমতি রাখছে না দিল্লি কর্তৃপক্ষ।

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রাখসান্দ
র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিভিন্ন দেশের চারজনকে এই পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেয় র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। এই পুরস্কারকে এশিয়ার নোবেল হিসেবে বিবেচনা করা হয়।

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইডালিয়া, মৃত্যু ৩
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইডালিয়া। এতে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির ক্যাটাগরি ছিল ৩। যদিও এখন এটি দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়েছে। তাছাড়া ইডালিয়া গতি পথ পাল্টিয়ে জর্জিয়া ও সাউথ ক্যারোলিনার দিকে এগোচ্ছে।

গোপন আলোচনার আগে নেতানিয়াহুর অনুমতি নেওয়ার নির্দেশনা
অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের যেকোনো মন্ত্রীর গোপন আলোচনার আগে অনুমতি নেওয়ার জন্য নির্দেশনা জারি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নজিরবিহীন গোপন আলোচনার খবর প্রকাশের পর নেতানিয়াহু এই নির্দেশনা জারি করলেন।

প্রকাশ্যে মাছ খেয়ে কী প্রমাণ করলেন জাপানি প্রধানমন্ত্রী?
প্রতিবেশী দেশগুলোর বিরোধিতার মধ্যেই গত ২৪ আগস্ট থেকে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের শোধন করা তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলতে শুরু করে জাপান। এবার সেই ফুকুশিমা উপকূলের ‘সাশিমি’ মাছ খেয়ে স্বাদের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দূষিত ওই পানি সাগরে ফেলার পরও তা জনস্বাস্থ্যের জন্য কোনো হুমকি তৈরি করবে না, তা প্রমাণ করতেই এমনটি করেছেন কিশিদা।

বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর
চার ছাত্রীকে মানসিক ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগীদের।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।