নির্বাচিত হলে ইরানের পরমাণু চুক্তি বাতিল করবো : ট্রাম্প


প্রকাশিত: ০৫:২১ এএম, ২২ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইরানের পরমাণু চুক্তি বাতিল করবেন। কারণ এটা বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়াচ্ছে।

সোমবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে আমার পররাষ্ট্রনীতিতে প্রথম প্রাধান্য থাকবে ইরানের সর্বনাশা পরমাণু চুক্তি বাতিল করা।

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। আমি জানি কিভাবে চুক্তি করতে হয়। আর আপনাদের জানা উচিত এই চুক্তি আমেরিকা, ইসরায়েল এবং সমগ্র মধ্যপ্রাচ্যে সর্বানাশ ডেকে আনবে।

আমরা ইরানের বিশ্বব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করব। আমি জানি তারা শক্তিশালী তবে তারা আমাদের মত শক্তিশালী না।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।