ষড়যন্ত্র সত্ত্বেও দ্রুত গতিতে এগোচ্ছে ইরান: রাইসি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

ইরান আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ কথা বলেছেন। দক্ষিণ খোরাসান প্রদেশ সফরকালে মসজিদের ইমামদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

রাইসি বলেন, সব পথে চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর এখন শত্রুরা ইরানে দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শত্রুরা দেখেছে ইরানিরা নানা ধরণের চাপ ও নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করেছে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হয়েছে।

আরও পড়ুন>চাহিদা কমায় চীনের আমদানি-রপ্তানিতে পতন

অতীতের মতো ভবিষ্যতেও ইরানিরা শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ করতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।

রাইসি বলেন, শত্রুরা প্রচারণা যুদ্ধ চালাচ্ছে। ইরানিদের মনোবল নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না।

আরও পড়ুন>বিশ্ব দরবারে ভারতের উত্থান, ভূ-রাজনীতিতে অপ্রাসঙ্গিক পাকিস্তান

ইরানের বর্তমান প্রেসিডেন্ট সুযোগ পেলেই বিভিন্ন প্রদেশ সফর করেন ও বিভিন্ন প্রদেশের শহর ও গ্রামগুলোর অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি কখনো কখনো নিজে স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের নির্দেশ জারি করেন।

সূত্র: পার্সটুডে

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।