ব্রাসেলস হামলায় জড়িতদের ধরতে ব্যাপক অভিযান


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৩ মার্চ ২০১৬

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো রেলে হামলার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ব্রাসেলস বিমান বন্দরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন ওই ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। খবর বিবিসির।
 
জাভেনতেম বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের আগে বিমানবন্দরের ভেতরে আরো দুই সন্দেহভাজনের সঙ্গে ওই ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেছে। বাকী দুজন আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে। দেশটির ফেডারেল প্রসিকিউটর ফ্রেডরিক ফন লিউই বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে ধরতে বেলজিয়াম জুড়ে অভিযান চলছে।
 
বিস্ফোরণের ঘটনার পর ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ব্রাসেলসে দুই দফায় বিস্ফোরণে নিহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ। আহত হয়েছে আরো অন্তত ২শ ৫০ জন।
 
এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বেলজিয়াম। নিহতদের স্মরণে বুধবার দুপুরে এক মিনিট নীরবতা পালন করা হবে। বেলজিয়ামের রাজা কিং ফিলিপ এই হামলাকে ঘৃণ্য হামলা বলে উল্লেখ করেছেন।
 
টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।