১শ সন্তানের বাবা হতে চাই


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৩ মার্চ ২০১৬

তিন স্ত্রীর ঘরে তার ২১ মেয়ে আর ১৪ ছেলে। অর্থাৎ তার মোট সন্তানের সংখ্যা ৪৫। তবুও খুশি নন জান মোহাম্মদ (৪৩) নামের এক ব্যক্তি। শুনে অবাক হচ্ছেন? এতগুলো সন্তান নিয়েও কেন এই ব্যক্তি খুশি নন তাই হয়তো ভাবছেন।

আসলে ওই ব্যক্তি কি করে খুশি হবেন বলুন তো। তার ইচ্ছা তিনি ১শ সন্তানের বাবা হবেন। মোটে তার ৪৫টা ছেলে মেয়ে। অর্থাৎ এখনো বাকি আছে আরো ৫৫।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটাতে তিন স্ত্রী ও ৪৫ সন্তানকে নিয়ে সুখে শান্তিকে বসবাস করছেন মুহাম্মদ। খবর ডনের।

মোহাম্মদ পেশায় একজন চিকিৎসক। তবে এর পাশাপাশি তিনি ব্যবসাও করেন। পরিবারের ভরণ পোষণ বাবদ প্রতি মাসে তার খরচ হয় প্রায় ১ লাখ টাকা। তবে খুব ভালোভাবেই তিনি তার পরিবারকে চালাতে পারছেন। আর এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।

তিনি বলেন, আমার পরিবারটা খুব বড়। এখানে খরচও অনেক বেশি। তবে আল্লাহর রহমতে আমি খুব ভালোভাবেই পরিবারের সব প্রয়োজন মেটাতে পারছি। আমি আমার তিন স্ত্রী এবং ৪৫ সন্তানকে নিয়ে বেশ সুখেই আছি। আমি আমার সব সন্তানকে সুশিক্ষা দিতে চাই।

গত সপ্তাহে তার দুই স্ত্রীর দুই মেয়ে হয়েছে। সবাই মিলে ওই দুই নবজাতকের আগমনকে কেন্দ্র করে বেশ আনন্দও করেছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।