ফেরিতে আগুন, ১৭৭ জনকে উদ্ধার করলো ইতালির কোস্টগার্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

ইতালির ল্যাম্পেডুসা দ্বীপ থেকে সিসিলির পোর্তো এম্পেডোকলে যাওয়ার পথে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির কোস্টগার্ড ২৭ ক্রুসহ ১৭৭ জনকে সেখান থেকে উদ্ধার করেছে।

এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটিতে যাত্রীদের পাশাপাশি ৮৩ অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের ল্যাম্পেডুসা থেকে স্থানান্তর করা হচ্ছিল।

আরও পড়ুন>জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত ৬

আগুন লাগার পর সব যাত্রীদের কোস্টগার্ডের জাহাজে তোলা হয়। এরপর তাদেরকে নিয়ে সিসিলির পোর্তো এম্পেডোকলে ফের রওয়ানা দেয় কোস্টগার্ডের জাহাজ।

জাহাজের আগুন নিয়ন্ত্রণে ওয়াটার জেট ব্যবহার করে কোস্টগার্ড। মূলত ফেরির ইঞ্জিন রুম থেকে আগুন ছড়ায়।

এদিকে জিম্বাবুয়েতে একটি খনি ধসে পড়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছে এবং আরও ১৫ জন আটকা পড়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) পশ্চিমে চেগুতুতে বে হর্স সোনার খনি ধসে ৩০ জনেরও বেশি লোক আটকা পড়ে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ১৩ জন খনি শ্রমিক পালাতে সক্ষম হয়েছে বা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

যারা আটকা পড়েছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে টেলিভিশন চ্যানেল জেডবিসির এক খবরে জানানো হয়। কী কারণে ওই খনিতে ধস হয়েছে তা এখনো জানা যায়নি।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।