স্পেনে নাইটক্লাবে আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০১ অক্টোবর ২০২৩
ছবি সংগৃহীত

স্পেনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়া শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

দেশটির আতালায়াস এলাকায় অবস্থিত জনপ্রিয় টেট্রি নাইটক্লাবে স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পর থেকেই অনেকেই এখনো নিখোঁজ রয়েছে। জরুরি বিভাগের কর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে সেখানে আগুন ধরেছে তা এখনো পরিষ্কার নয়। যে সময় সেখানে আগুন ধরেছে তখন অনেক লোক সেখানে উপস্থিত ছিলেন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।