মার্কিন ব্যাংক হ্যাকিংয়ে ৭ ইরানির বিরুদ্ধে অভিযোগ গঠন


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২৫ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে সাইবার হামলার অভিযোগে ইরানের সাত হ্যাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংকসহ প্রায় ৫০টি আর্থিক প্রতিষ্ঠান এবং নিউইয়র্ক ড্যামে হামলার সঙ্গে জড়িত ছিল ওই ব্যক্তিরা। খবর বিবিসির।

সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর গোপন তথ্য হ্যাক করার দায়ে একজন চীনা নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা করা হয়েছে।

বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, যে সাত জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ইরানে থেকেই মার্কিন প্রতিষ্ঠানগুলোতে হ্যাকিং-এর চেষ্টা করছিলো।

অভিযুক্তরা ইরান সরকারের হয়ে কাজ করেছে বলে অভিযোগ করছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের সাইবার হামলার সঙ্গে ইরানের সেনাবাহিনী রেভ্যুউলিশনারি গার্ডও জড়িত রয়েছে বলে ধারণা করছে বিচার বিভাগ।

এ সম্পর্কে মার্কিন এ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ বলেন, হ্যাকাররা অত্যন্ত অভিজ্ঞ। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে অামেরিকার অনলাইন অপারেশন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এসকল হামলা চালানো হয়েছে।

এসব হামলার কারণে হ্যাকিং-এর শিকার প্রতিষ্ঠানগুলোর মিলিয়ন মিলিয়ন ডলার লোকসান হয়েছে বলেও উল্লেখ করেন লরেটা।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।