মারাত্মক হুমকির মুখে ইউরোপ


প্রকাশিত: ০৭:২০ এএম, ২৫ মার্চ ২০১৬

মারাত্মক হুমকির মুখে রয়েছে ইউরোপ। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের নজিরবিহীন হামলার আতঙ্কে রয়েছে ইউরোপের দেশগুলো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই ইউরোপকে সতর্ক করে জানিয়েছে, ব্রাসেলসের মত পুরো ইউরোপজুড়ে হামলা চালাতে পারে আইএস।

বৃহস্পতিবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইউরোপোলের পরিচালক রব ওয়েনরাইট বলেন, ইউরোপে প্রায় পাঁচ হাজার মানুষ জঙ্গি আদর্শে দীক্ষা নিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর ওপর তারা যেকোনো সময়ে হামলা চালাতে পারে। বহু ইউরোপীয় নাগরিক ইরাক এবং সিরিয়ায় সফর করেছে। সেখানে তারা নানা ধরনের সন্ত্রাসী কাজের প্রশিক্ষণ নিয়েছে। এরা ইউরোপের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ব্রাসেলসে মঙ্গলবারের বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করেছে পুলিশ। ইউরোপে জিহাদি হামলার হুমকি মোকাবেলায় ব্রাসেলসে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।।

ইউরোপীয় ইউনিয়নের প্রাণকেন্দ্র ব্রাসেলসে ইসলামিক স্টেটের হামলার ঘটনা পুরো ইউরোপের নিরাপত্তাকে প্রশ্নের মুখোমুখি করেছে। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন।

হামলায় আহত ৬০ জনের অবস্থা বেশ গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।