কলকাতায় শারদীয়া

দম ফেলার ফুরসত নেই কুমোরটুলির মৃৎশিল্পীদের

ধৃমল দত্ত
ধৃমল দত্ত ধৃমল দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

আর কয়েকদিন পরেই ধর্মপ্রাণ হিন্দুদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে জোরকদমে এগিয়ে চলেছে প্রস্তুতি। শারদীয়ার আগে দিনরাত প্রতিমা গড়ার কাজ করছেন মৃৎশিল্পীরা। কাজের চাপে দম ফেলারও ফুরসত নেই তাদের।

কলকাতার কুমোরটুলিতে পা ফেলতেই নজরে পড়ে ব্যস্ততা। অনেক প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায়ে। রঙের প্রলেপ শেষ হলেই পড়বে দুর্গা প্রতিমার শাড়ি, অলংকার। অস্ত্রশস্ত্র সুসজ্জিত দেবী পাড়ি দেবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে।

আরও পড়ুন>> কলকাতায় কেনাকাটা/ একটু বেখেয়াল হলেই বিপদ!

শারদীয় উৎসবের সময় কলকাতার কুমোরটুলির প্রতিমা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। দেশ-বিদেশের পর্যটকরা কলকাতায় আসলে একবার হলেও ঘুরে যান কুমোরটুলি থেকে।

প্রাচীন কলকাতায় এই কুমোরটুলির অস্তিত্ব ছিল না। ব্রিটিশরা আসার অনেক পরে এটি তৈরি হয়। আজ তার খ্যাতি বিশ্বজোড়া। ভারতের অন্যান্য রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও প্রতিমা তৈরির অর্ডার আসে কলকাতার মৃৎশিল্পীদের কাছে।

আরও পড়ুন>> বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার দুশ্চিন্তায় কলকাতার ব্যবসায়ীরা

jagonews24

প্রতিমা তৈরীর ফাঁকে কুমোরটুলির মৃৎশিল্পী গণেশ চন্দ্র পাল বলেন, শারদীয় উৎসবের আর বেশি দেরি নেই। প্রতিমার মাটির কাজ শেষ। এখন রঙের কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই সব কাজ শেষ হবে। করোনার পর এ বছর প্রতিমার অর্ডার অনেকটাই বেশি এসেছে। বৃষ্টি একটু সমস্যা করছে। তবু পূজার আগে আমাদের কাজ শেষ হয়ে যাবে এবং সময়মতোই আমরা যথাস্থানে প্রতিমা পৌঁছে দিতে পারবো।

আরও পড়ুন>> কলকাতা নিউমার্কেটে বাংলাদেশি পর্যটকদের সুরক্ষায় সিসি ক্যামেরা, চালু হচ্ছে হেল্পডেস্ক

কলকাতার কুমোরটুলিতে ঘুরতে আসা আইনের ছাত্রী দিয়াশা সাহা জানান, এখানে প্রথম এলাম। দেখতে পাচ্ছি, কাজ এখনো অনেকটাই বাকি। সব প্রতিমাই বৃষ্টির জন্য ঢেকে রাখা হয়েছে। আমরাও আশা করবো, সময়মতো প্রতিমা তৈরীর কাজ যেন সম্পন্ন হয়।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।