পুতিনের অসুস্থতার খবর গুজব: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

হৃদরোগে আক্রান্ত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! এমনই গুঞ্জন ক্রমে জোরালো হচ্ছিল। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিলো ক্রেমলিন। বলা হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

এক রুশ টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। তারপর থেকেই নানা মহলে পুতিনের অসুস্থতা নিয়ে নানা জল্পনা শুরু হয়। এমনকি রুশ প্রেসিডেন্ট আদৌ বেঁচে রয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলে কেউ কেউ পোস্ট করছিলেন এক্স হ্যান্ডলে। অবশেষে মুখ খুলে ক্রেমলিন সব গুঞ্জনকে উড়িয়ে দিলো।

আরও পড়ুন>সমর্থন দিতে ইসরায়েলে একের পর এক পশ্চিমা নেতা, গেলেন ম্যাক্রোঁও

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রুশ টেলিগ্রাম চ্যানেল ও কয়েকটি পশ্চিমি সংবাদমাধ্যম পুতিনের অসুস্থতা নিয়ে যে খবর প্রকাশ করেছিল সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। তখন সব খবরের তথ্য ভুয়া বলে পেসকভ জানিয়ে দেন, রাশিয়ার প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

রোববার সন্ধ্যা থেকে নাকি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পুতিন- এই খবরও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন ক্রেমলিনের মুখপাত্র। ‘বডি ডাবল’ ব্যবহার করার বিষয়টিকেও অযৌক্তিক বলেন তিনি।

এর আগেও পুতিনের ‘বডি ডাবল’ ব্যবহার করার গুঞ্জন শোনা গিয়েছিল। দাবি করা হয়েছিল, তিনি নাকি বহুদিন ধরে বিভিন্ন জায়গায় নিজের ‘বডি ডাবল’ ব্যবহার করেন। এক সাক্ষাৎকারে নিজেই সেই খবর অস্বীকার করেন পুতিন। তাকে নাকি নিরাপত্তার খাতিরে একবার ‘বডি ডাবল’ ব্যবহার করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি।

আরও পড়ুন>হঠাৎ কেন মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠালো চীন?

গত ৭ অক্টোবর ৭১-এ পা দিয়েছেন পুতিন। স্বাস্থ্য সচেতন রুশ প্রেসিডেন্ট সব সময়ই বিভিন্ন বৈঠকে ব্যস্ত থাকেন। প্রায়ই জনতার সামনে এসে নিজের বক্তব্য রাখেন। গত সপ্তাহেই তিনি ‘বেল্ট অ্যান্ড রোড’ সম্মেলনে যোগ দিতে চীনে গিয়েছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও করেন তিনি।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।