২ পুলিশ সদস্যকে ২ ঘণ্টা ঘাস কাটার সাজা!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

আদালতে আসামি নিয়ে পৌঁছাতে আধা ঘণ্টা দেরি হয়েছিল দুই পুলিশ সদস্যের। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার শাস্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেট। অবাক লাগছে, তাই তো? আশ্চর্য হওয়ার মতো হলেও, ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারবানি জেলায় এমন ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে মিষ্টি নিয়ে মারামারি, আহত ৬

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড বলছে, ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। পারবানির মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে গ্রেফতার করা এক আসামিকে নিয়ে আদালতে হাজির হন। কিন্তু ১১টায় হাজিরার কথা থাকলেও, ওই দুই পুলিশ সদস্য আধা ঘণ্টা পরে আদালতে হাজির হন। তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি। দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার নির্দেশ দেন তিনি।

এই ঘটনায় ব্রিবত স্থানীয় পুলিশ। তাদের প্রশ্ন- বিচারক এমন সাজা কেন দেবেন? কর্তৃপক্ষকে দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলতে পারতেন। ব্রিটিশ আমলেও পুলিশকে ঘাস কাটার সাজা দেওয়ার কথা শোনা যায়নি।

আরও পড়ুন: এক মৌসুমে ৩৮ লাখ বিয়ের আশা, চাঙা হবে অর্থনীতি

এদিকে, ম্যাজিস্ট্রেটের আদেশ এখনো কার্যকর হয়নি বলে জানিয়েছে ডেকান হেরাল্ড। এখনো ঘাস কাটেননি দুই পুলিশ সদস্যও। আপাতত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানিয়েছেন তারা। অন্যদিকে, দেশটির পুলিশ সংগঠনগুলো সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সূত্র: ডেকান হেরাল্ড

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।