সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ ডিসেম্বর ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
জামায়াত-হেফাজত-রাজাকার-রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন মমতা: শুভেন্দু
লোকসভা ভোটের মুখে মতুয়া ভোট ঘরে তুলতে উত্তরবঙ্গে বিশেষ প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, যাদের জন্য মতুয়ারা বাংলাদেশ থেকে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন সেই জামায়াত, হেফাজত, রাজাকার ও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি। কোনো মতুয়া প্রাণ থাকতে মমতা ও তার পার্টিকে ভোট দেবে না।
উগ্রপন্থি ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ নিষধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইমরান খানের পরিবর্তে পিটিআই’র নতুন চেয়ারম্যান গহর খান
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নতুন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার গহর আলী খান। এর আগে ইমরান খান তাকে দলের চেয়ারম্যান পদে মনোনয়ন দেন। বেশ কয়েকটি মামলায় এই মুহূর্তে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
মিয়ানমারের কায়াহ রাজ্যের রাজধানী দখলের পথে বিদ্রোহীরা
জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ থেকে কায়াহ রাজ্যের রাজধানী লোইকাওয়ের দখল করে নেওয়ার পথে মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা। তারা লোইকাও দখল করতে পারলে এটিই হবে প্রথম কোনো রাজ্যের রাজধানী, যা বিদ্রোহীদের দখলে যাবে। তবে জান্তা বাহিনীর প্রধান জানিয়েছেন, লোইকাও শহর এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ভারতের সব বিশ্ববিদ্যালয়ে ‘মোদী সেলফি বুথ’ বানানোর নির্দেশ
ভারতে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে সেলফি বুথ বানানোর নির্দেশনা দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ওই বুথে দাঁড়িয়ে মোদীর সেসব ছবির সামনে সেলফি তুলতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করতে শিক্ষক-শিক্ষার্থী-দর্শনার্থীদের উৎসাহিত করতে হবে।
এক রাজ্যের পুলিশের অন্য রাজ্যে হামলা, বাঁধ দখল
শনিবার (২ ডিসেম্বর) গভীর রাতে প্রতিবেশী রাজ্য তেলঙ্গানায় ঢুকে পড়ে অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল। দ্রুত কৃষ্ণা নদীর নাগার্জুন সাগর বাঁধের দখল নেয় তারা। এরপর বাঁধের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের আপত্তি উড়িয়ে খুলে দেয় বাঁধের গেট। ছেড়ে দেয় কয়েক হাজার কিউসেক পানি।
ভূমিকম্পে কেঁপেছে কলকাতাও
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাতেও। এছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ওবং হুগলিতেও কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামেরও বেশকিছু এলাকায়।
যৌথ মহড়া চালালো ইরান-ওমানের নৌবাহিনী
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তর প্রান্তে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিষয়ক এই মহড়া চালানো হয়। এই মহড়ায় ইরানের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট, বিমান বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর নৌ শাখা ও ওমানের রাজকীয় নৌবাহিনী অংশ নেয়।
এবার মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট পাঠালো দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে ৩০ সেন্টিমিটার বা ১১ দশমিক ৮ ইঞ্চির মতো ছোটো বস্তুকেও শনাক্ত করা সম্ভব বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া।
ইসরায়েল-লেবানন সীমান্তে গোলাগুলি, নিহত ৩
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর লেবানন সীমান্তেও গোলাগুলির খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলার জেরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননে তিনজন নিহত হয়েছেন। হামাসের মিত্র ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে তাদের একজন যোদ্ধাও রয়েছে।
এসএএইচ/এএসএম