জাপানে শিনজো অ্যাবে`র ক্ষমতাসীন জোটের বিজয়


প্রকাশিত: ১০:০২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

জাপানের সংসদের নিম্নকক্ষের নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয় লাভ করেছে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে`র নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে অ্যাবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি ২৯০ আসনে বিজয়ী হয়েছে। এলডিপি’র শরীক দল কোমেইতো পার্টি পেয়েছে ৩৫ আসন। এ ছাড়া, দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান বা ডিপিজে ৭৩ আসন কব্জা করতে পেরেছে।

নির্বাচনের ফল প্রকাশের পর টেলিভিশন ভাষণে অ্যাবে বলেন, অ্যাবেনমিক্স নামে পরিচিত অর্থনৈতিক নীতিকে জাপানের জনগণ অনুমোদন দিয়েছে বলে তিনি মনে করছেন। এ ছাড়া, এ নির্বাচনকে তার অর্থনৈতিক নীতির প্রতি গণভোট হিসেবে বিবেচনা করতে হচ্ছে।

অবশ্য, প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০১২ সালে অনুষ্ঠিত সাধারণ ৫৯.৩ শতাংশ ভোটার অংশ নিলেও এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫২.৬৬ শতাংশ ভোটার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।