পশ্চিমবঙ্গ-আসামে বিধানসভা নির্বাচন শুরু
ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ১৮টি আসনে এবং আসামের ৬৫টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরে ভোট গ্রহণের জন্য আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে নজরদারী চালানো হবে দুটি হেলিকপ্টারের মাধ্যমে। খবর বিবিসির।
বেশ কিছুদিন ধরেই ওই এলাকার দূরবর্তী গ্রামগুলোতে আধাসামরিক সেনারা টহল দিচ্ছেন।
উত্তর আসাম আর বাঙালী অধ্যুষিত বরাক উপত্যকাতেও সোমবার ভোট গ্রহণ হবে।
সোমবারের নির্বাচনে গত ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসীন তরুণ গগৈ এবং ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সোনোয়াল।
এই নির্বাচনের পর আসামে আরও এক দফা এবং পশ্চিমবঙ্গে আরও ছয় দফায ভোট নেয়া হবে।
টিটিএন/এমএস