সিঙ্গাপুর এয়ারলাইনসের প্লেনের জরুরি অবতরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২১ মে ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি প্লেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবতরণ করেছে। লন্ডন থেকে ছেড়ে আসা প্লেনটি মূলত ঝোড়ো গতির বাতাসের কারণে মাঝ আকাশে বিপাকে পড়ে।

এ ঘটনায় একজনের নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্লেনে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

তবে আকাশে কেমন অবস্থার কারণে হতাহতের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

থাই গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্লাইটে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। তবে সিঙ্গাপুর এয়ারলাইনসের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বিমানবন্দরে অনেক জরুরি সার্ভিসের গাড়ি লাইনে দাঁড়িয়ে রয়েছে।

এয়ারলাইনসের পক্ষ থেকে জানানে হয়েছে, ২১১ যাত্রী ও ১৮ ক্রুসহ বোয়িং ৭৭৭-৩০০ইআর প্লেনটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।

এয়ারলাইনস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সবযাত্রী ও ক্রুদের সহায়তা করা আমাদের প্রধান লক্ষ্য।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।