জাতিসংঘের দুই কর্মকর্তাকে সুদান ত্যাগের নির্দেশ
জাতিসংঘের সিনিয়র দুই কর্মকর্তাকে সুদান ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জাতিসংঘের একজন মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান।
সম্প্রতি খার্তুম এবং দারফুরে শান্তিরক্ষী মিশনের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এ নির্দেশ দেয়।
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, সুদান সরকার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও মানবাধিকার সমন্বয়কারী আলী জাতারিকে এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আঞ্চলিক পরিচালক ইয়োভনে হেলেকে বহিস্কারের নির্দেশ দিয়েছে। জাতিসংঘ সুদান সরকারের এ বহিস্কার আদেশের প্রতিবাদ জানিয়েছে।
তবে কেন জাতিসংঘ কর্মকর্তাদের সুদান ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে এবং কবে তাদের সুদান ছাড়তে হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
এছাড়া ইউএনডিপি কিংবা সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে এ নির্দেশের আগে দারফুরে ইউএন-আফ্রিকান ইউনিয়ন মিশন নিয়ে সুদান সরকারের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।