বড়দিনে হাসপাতালে ছিলেন বুশ


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ টেক্সাসের একটি হাসপাতালে বড়দিনের রাত কাটিয়েছেন। শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখপাত্র জিম ম্যাকগ্রাথ এ কথা জানান।

জিম বলেন, সাবেক প্রেসিডেন্টের (৯০) জন্য দিনটি ছিল চমৎকার।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট কেন অতিরিক্ত একটি রাত হাসপাতালে কাটালেন জিম সে ব্যাপারে কিছু জানাননি।

বুশকে মঙ্গলবার রাতে হাউস্টনের মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী বারবারা, ছেলে নেইল ও পুত্রবধু মারিয়া বুশ বুধবার হাসপাতালে তার সঙ্গে দেখা করেছেন।

জিম এক বিবৃতিতে জানান, পরিবারের সদস্য, বন্ধু ও নাগরিকরা তাকে বড়দিনের শুভেচ্ছা জানান। - খবর এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।