পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১০ জানুয়ারি ২০২৫
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

পর্ন তারকাকে ঘুস দেওয়ায় মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছিলেন দেশটির সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প। সেই মামলায় এবার তাকে সাজা দেওয়া হয়েছে। তাকে দেওয়া এই সাজা আনকন্ডিশনাল ডিসচার্জ নামে পরিচিত। অর্থাৎ ট্রাম্পকে এ জন্য কারাগারে যেতে হবে না বা তাকে কোনো জরিমানাও দিতে হবে না। কিন্তু তিনি যে অভিযুক্ত হয়েছেন তা রেকর্ড হয়ে থাকবে।

আদালাতের এই রায়ের ফলে তিনিই হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট। যিনি কোনো অপরাধের জন্য সাজা পেলেন।

২০ জানুয়ারি রিপাবলিকান নেতা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। ট্রাম্পের আইনি দলের রায় বিলম্বিত করার প্রচেষ্টাকে মার্কিন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করার একদিন পরে বিচারক জুয়ান মার্চান শুক্রবার এই সিদ্ধান্ত জানালেন।

এর আগে ২০১৭ থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প। গত বছরের মে মাসে পর্ন তারকা ডানিয়েলস স্টর্মিকে ঘুস দেওয়ায় তিনি দোষী সাব্যস্ত হন।

তবে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এই রায়ের বিরুদ্ধে তার আবেদন করার পরিকল্পনা রয়েছে।

সূত্র: সিএনএন

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।