একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ/ ফাইল ছবি: এএফপি

দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যকার জলসীমায় অবতরণের আগে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পথ পাড়ি দিয়েছে।

জেসিএস জানিয়েছে, আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় কি না সে বিষয়ে তাদের প্রস্তুতি রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার কার্যকলাপের ওপর নজরদারি জোরদার করেছে। যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে এ বিষয়ে সব ধরনের তথ্য আদান-প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়।

কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর হুমকির তৈরি করতে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছে জেসিএস। যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে কড়া প্রতিক্রিয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মোক বলেছেন, তার দেশ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানানো হয়েছে।

চলতি বছরের শুরুতে এ নিয়ে দ্বিতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। এর আগে গত ৬ জানুয়ারি নতুন ধরনের মধ্যম মাত্রার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।

এদিকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে মোকাবিলায় নিজ দেশের পারমাণবিক অস্ত্রের সংগ্রহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বছরের শেষ রাজনৈতিক সম্মেলনে কিম সতর্ক করে বলেন, তিনি সবচেয়ে কঠিন মার্কিন বিরোধী নীতি বাস্তবায়ন করবেন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।