লস অ্যাঞ্জেলেসে এখনো মারাত্মক দাবানলের ঝুঁকিতে ৬০ লক্ষাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫
তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এখনো ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক দাবানলের ঝুঁকিতে রয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরার কিছু অংশের জন্য ‘বিশেষ বিপজ্জনক পরিস্থিতি’ নির্দেশিত রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে।

এই সতর্কতা স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এসময় সেখানে বাতাসের ঘন্টায় ৬০ থেকে ৭০ মাইল গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়াও, প্রায় ১ কোটি ৭০ লাখ বাসিন্দার জন্য বায়ুবাহিত ধুলো ও ছাই সম্পর্কিত সতর্কতা কার্যকর হয়েছে, যা স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। শহরের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ছাই দিয়ে প্রভাবিত এলাকায় বসবাসরত মানুষদের স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে উপযুক্ত মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন>> 

পালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকার অগ্নিকাণ্ডগুলো কয়েক দিন ধরে চলমান। এতে এরই মধ্যে ৬০ বর্গমাইলেরও বেশি জমি পুড়ে গেছে এবং অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে।

ইটন ও পালিসেডসের দাবানল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী এবং দ্বিতীয় সর্বোচ্চ বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল এক্সামিনার অফিস জানিয়েছে, এই আগুনে নিহত ২৫ জনের মধ্যে ১৭ জন ইটনে এবং আটজন পালিসেডসে মারা গেছেন।

বাড়িঘর এবং প্রিয়জন হারানো মানুষজন পুনরুদ্ধার প্রক্রিয়া শুরুর চেষ্টা করছেন। তাদের সাহায্যের জন্য মাঠে রয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) কর্মকর্তারা।

সিএনএন-এর আবহাওয়াবিদ অ্যালিসন চিনচার জানিয়েছেন, আগামী শনিবারের দিকে দাবানল পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে বাতাসের গতিবেগ একক সংখ্যায় নেমে আসবে, যা দমকলকর্মীদের জন্য অগ্নি নিয়ন্ত্রণের হার ১০০ শতাংশে ফিরিয়ে আনতে সহায়ক হবে।

অ্যালিসনের কথায়, ভালো খবর হলো, সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে। সপ্তাহান্তের দিকে এগিয়ে গেলে আমরা অনেক বেশি অনুকূল পরিস্থিতি দেখতে পাবো।

সূত্র: সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।