মাউন্ট এভারেস্ট আরোহনে খরচ বাড়াচ্ছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

মাউন্ট এভারেস্ট আরোহনের ক্ষেত্রে ফি বাড়াতে চলেছে নেপাল সরকার। এক্ষেত্রে ফি বাড়তে পারে ৩৫ শতাংশ পর্যন্ত। এতে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি আরোহনে খরচ বাড়বে উল্লেখযোগ্য হারে। বুধবার (২২ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

নেপালের আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় অবদান রাখে পর্বত আরোহনের অনুমোদন ফি ও বিদেশিদের খরচ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে নেপালে মাউন্ট এভারেস্টসহ আটটির অবস্থান।

নেপালের পর্যটন অধিদপ্তরের মহাপরিচালক নারায়ণ প্রসাদ রেগমি জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী মাউন্ট এভারেস্ট আরোহনের ক্ষেত্রে ১৫ হাজার ডলার গুনতে হবে। যা বর্তমান ১১ হাজার ডলারের চেয়ে ৩৬ শতাংশ বেশি।

নতুন ফি সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং সাধারণ সাউথ ইস্ট রিজ বা সাউথ কোল রুটে এপ্রিল-মে মৌসুমে প্রযোজ্য হবে।

একটু কম জনপ্রিয় মৌসুম সেপ্টেম্বর-নভেম্বরের ফিও বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে ফি ৩৬ শতাংশ বাড়িয়ে ৭ হাজার ৫০০ ডলার করা হচ্ছে।

কিছু অভিযাত্রী সংগঠক জানিয়েছে, এই ফি বৃদ্ধি গত বছর থেকে আলোচনা করা হচ্ছে। এতে পর্বতারোহীদের নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা কম। এভারেস্টের জন্য প্রতি বছর প্রায় তিনশটি অনুমোদন দেওয়া হয়।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।