যুদ্ধে নিহত ৭৫৭ সেনার মরদেহ গ্রহণ করেছে কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫
ইউক্রেনীয় সেনা। ছবি: এএফপি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত কয়েকশ সেনার মরদেহ গ্রহণ করেছে কিয়েভ। যুদ্ধ শুরু হওয়ার পর বন্দিদের পাশাপাশি নিহতদের মরদেহও বিনিময় করছে দুই দেশ।

এই মরদেহ বিনিময়ের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা স্পষ্ট হচ্ছে। যুদ্ধের তিন বছর পূর্তিকে সামনে রেখে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।

ইউক্রেনের সমন্বয় সদর দপ্তর জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত ৭৫৭ সেনার মরদেহ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন>

যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা দুই দেশই সাধারণত গোপন রাখে। তবে গত ডিসেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত ও তিন লাখ ৭০ হাজার আহত হওয়ার কথা জানান। কিন্তু মোট সংখ্যা প্রকৃতপক্ষে অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে রাশিয়া নিহত হওয়া সেনাদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করে না। তাছাড়া নিহত হওয়া সেনাদের মরদেহ ফিরিয়ে নেওয়ার বিষয়েও কিছু জানায় না।

এদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হলে রাশিয়ার ওপর উচ্চ শুল্ক ও আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন। এরপরই মূলত রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় বসার সম্মতি জানানো হলো।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।