যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনা

স্ত্রী জানিয়েছিলেন ২০ মিনিটের মধ্যে প্লেন অবতরণ করবে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
কাজ করছেন উদ্ধারকর্মীরা / ছবি: ইপিএ

ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ৬৪ জন এবং হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন(এফএএ)। খবর বিবিসির।

স্থানীয় সময় রাত নয়টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি ওই দুর্ঘটনা ঘটেছে। বিবিসির পার্টনার সিবিএস নিউজকে পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা।

ওই প্লেনে থাকা এক নারী যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তার স্বামী হামাদ রাজা। তিনি বলেন, সে আমাকে টেক্সট করেছিল যে, ২০ মিনিটের মধ্যেই প্লেন অবতরণ করবে। তিনি আশা করছেন তার স্ত্রীকে উদ্ধার করা সম্ভব হবে।

ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, প্লেনটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছে এবং নৌকাগুলো নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে কাজ করছে। এফএএ সূত্রে জানা গেছে, আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২ কানসাস থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করেছিল। এটি পিএসএ এয়ারলাইন্স পরিচালিত একটি সিআরজে-৭০০ মডেলের প্লেন ছিল।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্লেনটি বিধ্বস্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে ছিল। সিবিএস জানিয়েছে, সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

রাতের বেলা ওয়াশিংটন ডিসি এবং এর আশপাশের এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে পারে বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে। সে কারণে উদ্ধার কাজের জন্য চ্যালেঞ্জ হতে পারে। তাপমাত্রা মাইনাস এক থেকে মাইনাস দুই পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সপ্তাহখানেক ধরে নদীর বিভিন্ন অংশে বরফ জমতে দেখা গেছে।

ওয়াশিংটনে ঠাণ্ডার কারণে প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠানই কিছুদিন আগে খোলা স্থানের বদলে ক্যাপিটল হিলের ভেতরে আয়োজন করা হয়েছিল। সেখানে রাতের বেলায় এত বেশি ঠাণ্ডার মধ্যে উদ্ধারকাজ আরও কঠিন হলে পারে বলে জানানো হয়েছে। অন্তত ৩০০ উদ্ধারকর্মী নদীজুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

রিগান ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে। বিমানগুলোকে ২৮ মাইল দূরের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।