ভারতে চা উৎপাদন কমেছে ৭.৮ শতাংশ, বেড়েছে দাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

ভারতে চায়ের উৎপাদন ২০২৪ সালে এক বছর আগের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কমে এক হাজার ২৮৪ দশমিক ৭৮ মিলিয়ন কেজি হয়েছে।

মূলত ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য আসামে কম উৎপাদনের কারণে মোট উৎপাদনের ওপর প্রভাব পড়েছে। দেশটির রাষ্ট্র পরিচালিত চা বোর্ড এ তথ্য জানিয়েছে।

চা বোর্ড জানিয়েছে, ভারতের অর্ধেকের বেশি চায়ের উৎপাদন হয় আসামে। ২০২৪ সালে রাজ্যটিতে ৬৪৯ দশমিক ৮৪ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। আগের বছর রাজ্যটিতে ৬৮৮ দশমিক ৩৩ মিলিয়ন কেজি চায়ের উৎপাদন হয়।

আরও পড়ুন>

উৎপাদন মৌসুমে বন্যা ও তাপপ্রবাহের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। নানা ধরনের চা দেশটি মিশর যুক্তরাজ্য, ইরাক, ইরান ও রাশিয়ায় রপ্তানি করে থাকে।

উৎপাদন কমায় দেশটিতে চায়ের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৪ সালে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১৯৮ দশমিক ৭৬ রুপি। যা তা আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।