আগা খানের উত্তরসূরি হলেন ছেলে প্রিন্স রহিম আল হুসাইনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
প্রিন্স রহিম আল হুসাইনি

আধ্যাত্মিক নেতা প্রিন্স করিম আগা খানের উত্তরসূরি হলেন তার ছেলে প্রিন্স রহিম আল হুসাইনি। বিশ্বের লাখ লাখ ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এখন থেকে তিনি তার বাবা প্রিন্স করিম আগা খানের দায়িত্ব পালন করবেন। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ৮৮ বছর বয়সে প্রিন্স করিম আগা খানের মৃত্যু হয়। খবর বিবিসি।

আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এক বিবৃবিতিতে প্রিন্স রহিমকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা দিয়েছে। প্রিন্স রহিম আল হুসাইনি আগা খান পঞ্চম এখন থেকে ইসমাইলি মুসলিমদের বংশগত ৫০তম ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। কথিত আছে, তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর সরাসরি বংশধর।

ইসমাইলিরা হলো একটি শিয়া মুসলিম সম্প্রদায়। যারা ইমাম ইসমাইলসহ একাধিক ইমামের প্রতি শ্রদ্ধাশীল। ইমাম ইসমাইল ৭৬৫ খ্রিস্টাব্দে মারা যান।

প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তার দাতব্য সংস্থা জানিয়েছে, পর্তুগালের লিসবনে স্থানীয় সময় মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। সে সময় পরিবারের সদস্যরা সবাই তার পাশে ছিলেন।

সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করা আগা খান ছিলেন ব্রিটিশ নাগরিক এবং কেনিয়ার নাইরোবিতে তার শৈশব কাটে।পরে তিনি সুইজারল্যান্ডে ফিরে যান এবং লে রোজি স্কুলে পড়াশোনা করেন। এরপর হার্ভার্ডে ইসলামের ইতিহাস নিয়ে পড়ালেখা করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

ফ্রান্সের একটি প্রাসাদে বসবাস করতেন তিনি। এই পরোপকারী এবং দানবীর নেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ রাজা এবং তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আগা খান।

ব্রিটিশ, ফরাসি, সুইস ও পর্তুগিজ নাগরিকত্বের অধিকারী এই ধনকুবের বিশ্বের দরিদ্র অংশের মানুষের সহায়তায় প্রচুর অর্থ দান করেছেন। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে আগা খানের দাতব্য সংস্থা শত শত হাসপাতাল পরিচালনা করছে। এছাড়া শিক্ষা এবং সংস্কৃতি উন্নয়নেও তার সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের বিশ্বব্যাপী প্রায় দেড় কোটি অনুসারি রয়েছে। যার মধ্যে শুধু পাকিস্তানেই রয়েছে ৫ লাখ অনুসারি। এছাড়া বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও আফ্রিকার কিছু এলাকায় এর অনুসারি রয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রিন্স করিম আগা খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগা খানের দূরদর্শী নেতৃত্ব এবং জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকার সবার জন্য অনুকরণীয়। তিনি আরও বলেন, দশকের পর দশক ধরে সহানুভূতি, সম্প্রীতি এবং বহুত্ববাদ চর্চার জন্য আমি তাকে শ্রদ্ধা করে আসছি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।