শিক্ষক নিচ্ছে ইবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১০ মে ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগে ছয়জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষক হিসেবে নিয়োগের জন্য আবেদন করা যাবে আগামী ১৩ মে পর্যন্ত।

১. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ :

যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৯ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষার যেকোনো একটিতে সিজিপিএ ৩.৫০ এবং অন্যটিতে সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।

তবে এমফিল অথবা পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। এ বিভাগে প্রভাষক পদে চারজনকে নিয়োগ দেয়া হবে।

২. ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ :

যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৯ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষার যেকোনো একটিতে সিজিপিএ ৩.৫০ এবং অন্যটিতে সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।

তবে এমফিল অথবা পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। উক্ত বিভাগে প্রভাষক পদে দুইজনকে নিয়োগ দেয়া হবে।

আবেদন করবেন যেভাবে : অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি সত্যায়িত করে আবেদনপত্রটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় : আগামী ১৩ মে-২০১৮ তারিখের মধ্যে অফিস চলাকালীন আবেদনপত্রটি পৌঁছাতে হবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।