সেনাবাহিনীর এএমসিতে চাকরির সুযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২০ এপ্রিল ২০১৯

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে ২১তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: আর্মি মেডিকেল কোর

ক্যাটাগরি: কার্ডিওলজিস্ট, নিউক্লিয়ার মেডিসিন, রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, নেফ্রোলজিস্ট, পালমনোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, ইন্টারনাল মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, এন্ডোক্রিনোলজি, ইনটেনসিভিস্ট, গাইনোকোলজিস্ট, নিউরোসার্জন।

শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি/সমমান/বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত

শারীরিক যোগ্যতা: পুরুষদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি। ওজন পুরুষদের জন্য ৫৯ কেজি ও নারীদের জন্য ৫২ কেজি। বুকের মাপ পুরুষদের ৩০ ও ৩২ ইঞ্চি, নারীদের ২৮ ও ৩০ ইঞ্চি।

বয়স: ২৩ জুন ২০১৯ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা সেনাবাহিনীর ওয়েবসাইট joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ মে ২০১৯

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।