৩০০ মার্কেটিং পেশাজীবী নিয়ে অনুষ্ঠিত হবে ব্র্যান্ডটক

ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডানো ব্র্যান্ডটক ৩.০’। আগামী ১১ মার্চ ‘স্টোরিজ অব সাস্টেনিবিলিটি’ থিম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্পোরেট জগতের ২০ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা কথা বলবেন।
তারা অভিজ্ঞতার আলোকে করোনাকালীন ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান-ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা এবং ব্র্যান্ডকে প্রতিকূলতা ও প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকার বিষয় নিয়ে আলোচনা করবেন।
আয়োজকরা জানান, রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে এবারের ব্র্যান্ডটক ৩.০। দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। এতে প্রায় ৩০০ মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজারগবেষণা পেশাজীবী এবং মার্কেটিংয়ের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, আকিজ ভেঞ্চারের এমডি এবং সিইও সৈয়দ আলমগীর, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট আশরাফ বিন তাজ, চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, ডানোর হেড অব মার্কেটিং গালীব বিন মোহাম্মদ, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, দারাজের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদিন হাসান প্রমুখ কথা বলবেন।
ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘এবারের ব্র্যান্ডটক মূলত ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ দুটি বিষয় টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে। আয়োজনের বিস্তারিত জানা যাবে সংগঠনের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে।’
এসইউ/জেআইএম