আইডিপি এডুকেশন বাংলাদেশের ক্যারিয়ার মিটআপ
আইডিপি এডুকেশন বাংলাদেশ একটি বহুজাতিক প্রতিষ্ঠান। যারা আইইএলটিএস পরীক্ষার কো-ওনার। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে বিনা মূল্যে সহযোগিতা করে। অস্ট্রেলিয়ান এ কোম্পানি বিগত ৫০ বছর ধরে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড নিয়ে কাজ করছে।
তারই ধারাবাহিকতায় আইডিপি নিয়ে এলো এ ইনটেকে তাদের সবচেয়ে বড় আয়োজন ইউকে ও ইউএসএর প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে উচ্চশিক্ষা বিষয়ক মিটআপ। এ মিটআপ অনুষ্ঠিত হবে ৫ আগস্ট গুলশানের রেনেসান্স হোটেলে। ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।
আরও পড়ুন: এগিয়ে যেতে দরকার সাহস: অমি
এতে ইউকের রাসেল গ্রুপ বিশ্ববিদ্যালয়ও অংশগ্রহণ করছে। এ ক্যারিয়ার মিটআপে অংশ নিয়ে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে অন-স্পট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া অন-স্পট অফার ইন প্রিন্সিপাল (আই ডিপি ফাস্ট লেন) ও পেতে পারেন। এমনকি স্কলারশিপ সুবিধা পাওয়ারও সুযোগ থাকবে।
আইডিপি এডুকেশন বাংলাদেশ মিটআপে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে হবে ওয়েবসাইটে। এছাড়া অফিস চলাকালীন 09666782782 নম্বরে কল করে নিবন্ধন করা যাবে। প্রতিষ্ঠানটির গুলশান, ধানমন্ডি, চট্টগ্রাম ও সিলেট অফিস ভিজিট করেও নিবন্ধন করা যাবে। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা-বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অফিস খোলা থাকবে।
এসইউ/এমএস