৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ১৯ জুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৩ জুন ২০২৫

প্রায় দেড় বছর ধরে ঝুলে থাকা ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী ১৯ জুন প্রকাশ করা হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে এ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।

এরপর একই বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে প্রার্থীরা তখন পরীক্ষা পেছানোর দাবি জানান।

প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়। ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর প্রায় ১৬ মাস পেরোলেই ফল প্রকাশ করা হয়নি।

ফলে সবচেয়ে কম সময়ে প্রিলির ফল প্রকাশ করে দ্রুত বিসিএস শেষ করতে শুরুতেই যে আভাস দিয়েছিল পিএসসি, তা ক্রমে হতাশায় পরিণত হয়েছে।

এএএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।