চাকরি মেলায় ৩ হাজার কর্মসংস্থানের সুযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৬ আগস্ট ২০২২

৩ হাজারের বেশি বিক্রয়কর্মী নিয়োগের জন্য ‘সেলস চাকরি মেলা’ বসছে রাজধানীতে। চাকরির তথ্যদাতা ওয়েবসাইট বিডিজবস ডটকম এ আয়োজন করতে যাচ্ছে।

আগামী ৮ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ মেলা। এতে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপসহ অনেক প্রতিষ্ঠান।

বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী বলেন, ‘দেশের ক্রমবর্ধমান রিটেইল সেক্টর, ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহে ফিল্ড সেলসম্যান, শো-রুম সেলসম্যানের চাহিদার বিষয়টি মাথায় রেখে এ মেলার আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় ৫০টির বেশি কোম্পানি ৩ হাজার সেলসম্যান নিয়োগের জন্য মেলায় অংশগ্রহণ করবে। তারা আগ্রহীর বায়োডাটা সংগ্রহের পাশাপাশি সরাসরি ইন্টারভিউ নেবে।’

চাকরি মেলায় আরএফএল গ্রুপ, স্কয়ার গ্রুপ, মেঘনা গ্রুপ, আকিজ গ্রুপ, টিকে গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, সুপার স্টার গ্রুপ, প্যারাগন গ্রুপ, ডেলিভারি টাইগারসহ ৫০টি কোম্পানি অংশ নেবে।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জন্য বিশেষ প্রোগ্রাম এটুআই এবং ব্রাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ চাকরি মেলায় সার্বিক সহযোগিতা করবে। মেলায় অংশগ্রহণ করতে চাইলে বিডিজবসের ওয়েবসাইটের মাধ্যমে চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।

এইচএস/এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।