বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক এক্সপো অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ৩১ জুলাই ২০২২

বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক এডুকেশন এক্সপোর আয়োজন করে নেইম্যান এডুকেশন। ৩০ জুলাই প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ এক্সপোর আয়োজন করা হয়।

এতে অস্ট্রেলিয়া, কানাডা ও বৃটেনের ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে সরাসরি কাউন্সিলিংয়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপসহ ভর্তির বিষয়ে তথ্য পান তারা। এক্সপোর আয়োজক পিটিই ট্রেনিং ইনস্টিটিউট নেইম্যান এডুকেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়ারসন বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার গালিব হাসনাত। বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি অয়ন মুখার্জী।

অস্ট্রেলিয়া, বৃটেন এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচজন প্রতিনিধিও অংশ নেন।

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ইংরেজি দক্ষতা বিষয়ে আলোচনা করেন নেইম্যান এডুকেশনের মাস্টার ট্রেইনার মো. সিরাজুম্মুনীর। তিনি পিয়ারসন টেস্ট অব ইংলিশ বিষয়ে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন।

আয়োজকরা জানান, পরীক্ষার ২-৪৮ ঘণ্টার মধ্যে স্কোর হাতে পাওয়ায় শিক্ষার্থীদের কাছে প্রিয় হয়েছে পিটিই। নেইম্যান এডুকেশন শিক্ষার্থীদের পিটিই এবং আইইএলটিএস পরীক্ষায় প্রস্তুতি নিতে সহযোগিতা করে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।