পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ পরীক্ষা ২ ডিসেম্বর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২৩ নভেম্বর ২০২২

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২১টি পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২১টি পদে নিয়োগ পরীক্ষার (এমসিকিউ ও লিখিত) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ০২ ডিসেম্বর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ০২ ডিসেম্বর থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন পদের এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২১টি পদে ৭১৪ জনকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে গত ১৮ জানুয়ারি ২০২২ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উক্ত বিজ্ঞপ্তির পরিপেক্ষিতে বিভিন্ন পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো।

চেইনম্যান ও অফিস সহায়ক পদের পরীক্ষা (এমসিকিউ) আগামী ০২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চেইনম্যানের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ও অফিস সহায়ক পদের পরীক্ষা বিকেল ০৩টা থেকে ০৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জুনিয়র পরিসংখ্যান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্যে জুনিয়র পরিসংখ্যান সহকারীর পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা বিকেল ০৩টা থেকে ০৪টা পর্যন্ত।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ও পরিসংখ্যান সহকারী পদের পরীক্ষা (এমসিকিউ) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্যে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের পরীক্ষা সকাল ১০টা থেকে বিকেল ১১টা পর্যন্ত। আর পরিসংখ্যান সহকারী পদের পরীক্ষা বিকেল ০৩টা থেকে ০৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানটি ২১টি পদের লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকটি ধাপে বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল পদের পরীক্ষার কেন্দ্রের তালিকা পরবর্তিতে বিবিএসের ওয়েবসাইটে www.bbs.gov.bd প্রকাশ করা হবে।

সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন

এমআইএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।