রাবির আরবি বিভাগের চেয়ারম্যান ছবিরুলকে অব্যাহতির আদেশ স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ছবিরুল ইসলামকে তার পদ ও সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কাজ থেকে অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে তার দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

একই সঙ্গে ছবিরুল ইসলামকে দেওয়া অব্যাহতির আদেশটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরবি বিভাগের চেয়ারম্যান পদে তার তিন বছরের মেয়াদ সম্পন্ন করা পর্যন্ত পুনর্বহালের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ চার বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম মাহিদুল ইসলাম সজিব।

আইনজীবী জানান, আরবি বিভাগের শিক্ষকদের একটি সুবিধাবাদী গ্রুপ জোরপূর্বক ও অন্যায়ভাবে তার (অধ্যাপক ড. ছবিরুল) অনুপস্থিতিতে ২০২৪ সালের ২০ নভেম্বর তার অফিস দখল ও সেখানে লুটপাট চালায়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আইনের তোয়াক্কা না করে তারা অবৈধভাবে তার বিরুদ্ধে ‘অনাস্থা’ প্রস্তাব পাস করে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অনাস্থা প্রস্তাবকে আমলে নিয়ে ড. ছবিরুলকে প্রথমে চেয়ারম্যান পদ ও পরবর্তী সময়ে সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অন্যায়, অবৈধ, স্বেচ্ছাচারীভাবে অব্যাহতি দিয়েছে, যা রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর পরিপন্থি।

এফএইচ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।