সাবেক এমপি রফিক ও মেয়র মকছুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

কক্সবাজার-২ আসনের সাবেক এমপি আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রী সাহেদা নাসরীন এবং মহেশখালী পৌরসভার সাবেক মেয়র মকছুদ মিয়া ও তার স্ত্রী সর্জিনা আকতারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আশেক উল্লাহ রফিক ও মকছুদ মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, মদের বার, ইয়াবা ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অন্য অস্থাবর সম্পদ গোপন করেছেন। তারা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ অর্থসহ যে কোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। এ অবস্থায় তাদের বিদেশ গমন রহিত করা না গেলে অনুসন্ধান কার্যক্রমে বিঘ্ন ঘটাসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। ফলে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

এমআইএন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।