এটিএম আজহারের রায়ে সিন্ডিকেটেড অবিচারের অবসান হয়েছে: শিশির মনির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৭ মে ২০২৫
রায় ঘোষণার পর এটিএম আজহারের আইনজীবীদের ব্রিফিং/ছবি: ভিডিও থেকে নেওয়া

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস দেওয়া রায়ের মাধ্যমে সিন্ডিকেটেডের অবিচারের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (২৭ মে) সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে রায়ের পর প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

শিশির মনির বলেন, এটিএম আজহারকে সব ধরনের অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এখন থেকে জামায়াতের এই সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নির্দোষ। এ রায়ের মাধ্যমে সত্যের জয় ও মিথ্যা পরাজিত হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, জামায়াত-বিএনপির শীর্ষ ছয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অন্তত পাঁচজন জেলে মারা গেছেন। দুনিয়ার ইতিহাসে এটি নজিরবিহীন নির্যাতনের শামিল। তবে এটিএম আজহার সৌভাগ্যবান। তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এ রায় ঘোষণার মধ্যদিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে।

এর আগে এদিন সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে এটিএম আজহারকে খালাস দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এফএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।