বুধবার সকালে মুক্তি পাবেন এটিএম আজহার: শিশির মনির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৭ মে ২০২৫
এটিএম আজহারুল ইসলাম/ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই।

তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, বুধবার (২৮ মে) মুক্তি পাবেন এটিএম আজহারুল ইসলাম।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, এটিএম আজহারুল ইসলাম বুধবার সকাল ৯টা-১০টা নাগাদ মুক্তি পাবেন।

জামায়াতের কারাবন্দি এ নেতা বর্তমানে কারাগারের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এটিএম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে খালাসের রায় দেন।

আরও পড়ুন

রায়ে সর্বোচ্চ আদালত ২০১৪ সালে এটিএম আজহারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় ও মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আগের রায় বাতিল ঘোষণা করেছেন। এছাড়া অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতেও বলা হয়েছে।

এরপর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে আপিল বিভাগের আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে ট্রাইব্যুনাল সেটি কারাগারে পাঠিয়েছে।

এফএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।