নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের ৩৮ হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৩ জুন ২০২৫

দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের অভিযোগে নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবাবের অন্য সদস্যদের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক আল-আমিন।

দুদকের আবেদনে বলা হয়, আবু ইউসুফ আব্দুল্লাহ ও তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। আবু ইউসুফ নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য নিম্নস্বাক্ষরকারীকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামীয় ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তাদের অস্থাবর সম্পদসমূহ ফ্রিজ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রেন অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমআইএন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।