মামলা খারিজের পর অন্য আদালতে ফের মামলা, বাদীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৩ এএম, ২৫ জুলাই ২০২৫
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

নারী নির্যাতনের অভিযোগে দুই আদালতে দুটি মামলা দায়ের করায় স্বপ্না জাহান ঝিনুক নামে এক নারীকে চার হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

‎বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

আরও পড়ুন

‎আদালত সূত্রে জানা যায়, গত ২ সেপ্টম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন ওই নারী। তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটির কোনো সত্যতা না পাওয়ায় প্রতিবেদন দাখিল করে। পরে এ বছরের ২৬ জানুয়ারি প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন আদালত।

‎এরপরও অভিযোগকারিণী একই ঘটনায় সূত্রাপুর আমলি আদালতে আরেকটি মামলা দায়ের করেন। যেখানে গুরুতর অভিযোগসহ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪, ৩২৫ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়।

‎আদালতের আদেশ সূত্রে জনা যায়, দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় অভিযোগকারী নারীকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় দোষী সাব্যস্ত করে লঘুদণ্ডে দণ্ডিত করেন আদালত।

‎এমআইএন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।