সাবেক সেনাপ্রধানের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকার মহানগর দায়রা জজ আদালত/ফাইল ছবি

সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি নিয়ে রোববার (২৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাত হোসেন আদালতে আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন। এতে উল্লেখ করা হয়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচার এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা ও বাড়ি কেনার অভিযোগ অনুসন্ধানাধীন।

আবেদনে দাবি করা হয়, আনিস আহমেদ এসব ঘটনার সঙ্গে জড়িত এবং তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা আবশ্যক।

এমডিএএ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।