অ্যাটর্নি জেনারেলের অবস্থার উন্নতি, খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন করোনা আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অ্যাটর্নি জেনারেলের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তার স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেন, বর্তমানে তিনি (মাহবুবে আলম) সিএমএইচের আইসিইউতে রয়েছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ রাখছেন। সবাই দোয়া করবেন।
গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন সকালে তার করোনা শনাক্ত হয়। সেদিন তিনি সিএমএইচে ভর্তি হন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালোই ছিল। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। আজ জানানো হলো, মোটামুটি ভালো আছেন তিনি।
জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার বয়স ৭১ বছর ছয় মাস।
এফএইচ/বিএ/জেআইএম