এলএসডি জব্দ : পাঁচ শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৬ জুন ২০২১
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন জায়গা থেকে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মাদক জব্দের ঘটনায় গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে সাইফ, এসএম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকিব, নাজমুল ইসলাম ও বিএম সিরাজুস সালেকীন ওরফে তপু।

রোববার (৬ জুন) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরিফ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩১ মে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ মে রাত সাড়ে ১০টায় খিলগাঁও কমিউনিটি এলাকায় অভিযান চালিয়ে সাইফুল,আনান ও সাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারদের দেয়া তথ্য মতে, ভাটারা থানার বারিধারা চৌধুরী লাউঞ্জে অভিযান চালিয়ে নাজমুল ও সালেকীনকে গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের দেহ তল্লাশি করে চার পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ধারাবাহিক অভিযানে গ্রেফতার নাজমুলের দেয়া তথ্য মতে, বনানী থানার মহাখালী টিভি গেইট এলাকায় তার শশুর বাড়িতে অভিযান চালিয়ে চার পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার, এলএসডি বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা, ১০০ মার্কিন ডলার, একটি ল্যাপটপ, একটি স্টিলের কাঁচি, ১০টি স্বচ্ছ খালি জিপ পলিব্যাগ এবং এক গ্রাম অবৈধ নেশাজাতীয় আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

এই ঘটনায় গত ৩০ মে খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

জেএ/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।