করোনা পরীক্ষার টাকা আত্মসাৎ: সেই প্রকাশকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৯ নভেম্বর ২০২১

করোনা পরীক্ষার টাকা আত্মসাতে অভিযুক্ত খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাসকে আগাম জামিন দেননি হাইকোর্ট। তাকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন ব্যারিস্টার নওশের আলী মোল্লা।

মামলার বরাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, খুলনা জেনারেল হাসপাতালে ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত করোনা পরীক্ষার ফি বাবদ চার কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় হয়। এর মধ্যে সরকারি কোষাগারে জমা হয় এক কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা। কিন্তু কোভিড-১৯ পরীক্ষার সংখ্যার সঙ্গে জমা করা টাকার অংক সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তদন্ত করে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে একটি দল। এতে দুই কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার তথ্য উঠে আসে।

এই টাকা প্রকাশ কুমার দাস আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়। এরপর দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে ১৮ নভেম্বর প্রকাশ কুমারের বিরুদ্ধে মামলা করেন।

এফএইচ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।