চট্টগ্রাম আদালতের তিন বিচারক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১১ জানুয়ারি ২০২২
চট্টগ্রামের আদালত ভবন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা জজ মো. ইসমাইল হোসেনসহ তিন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অন্য দুজন হলেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাইন উদ্দিন, দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরোয়ার আলম।

মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জেলা জজ মো. ইসমাইল হোসেন সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাইন উদ্দিন এবং দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরোয়ার আলম করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই চিকিৎসা নিচ্ছেন।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের ঘরে-বাইরে নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা বিধি প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রাপ্ত তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০৭ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ তিন হাজার ৪১০ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩৫ জনে।

মিজানুর রহমান/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।